۳ آذر ۱۴۰۳ |۲۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 23, 2024
ইমাম আমীরুল মু'মিনীন আলী ইবনে আবী তালিব ( আ:)
ইমাম আমীরুল মু'মিনীন আলী ইবনে আবী তালিব ( আ:)

হাওজা / ১৩ রজব হযরত ইমাম আমীরুল মু'মিনীন মওলাল মুওয়াহ হিদীন ওয়াল মুত্তাক্বীন আলী ইবনে আবী তালিব ( আ:) - এর শুভ জন্ম দিন ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ১৩ রজব হযরত ইমাম আমীরুল মু'মিনীন মওলাল মুওয়াহ হিদীন ওয়াল মুত্তাক্বীন আলী ইবনে আবী তালিব ( আ:) - এর শুভ জন্ম দিন ।

রাসূলুল্লাহ সা:)-এর বয়স যখন ৩০ বছর , তখন হযরত আলী ইবনে আবী তালিব ( আ:) পবিত্র কা'বাঘরে জন্মগ্রহণ করেন । তাঁর মা ফাতিমা বিনতে আসাদ পবিত্র কা'বা তাওয়াফ করছিলেন ; এমন সময় তাঁর প্রসব বেদনা আরম্ভ হয় । সঙ্গে সঙ্গে তিনি কা'বাঘরে ঢুকে পড়েন ; আর সেখানেই হযরত আলী ( আ:) জন্মগ্রহণ করেন । ...... আর কা'বা ঘরে জন্ম গ্রহণের সৌভাগ্য একমাত্র হযরত আলী ( আ : )ই অর্জন করেন । তাঁর আগে বা পরে আর কেউই এ সৌভাগ্য অর্জন করে নাই ।

( দ্র: আশারা মোবাশশারা , লেখক : মাওলানা মোহাম্মদ গরীবুল্লাহ ইসলামাবাদী , ফাযেলে দেওবন্দ , পৃ : ১৫৩ )‌পবিত্র কা'বা শরীফের ভিতরে হযরত আলী ( আ:)-এর জন্মগ্রহণ মুতাওয়াতির অর্থাৎ অকাট্য সূত্রে বর্ণিত ও প্রতিষ্ঠিত সত্য ঘটনা ; আর শিয়া সুন্নী নির্বিশেষে সকল ইসলামী মাযহাব ও ফির্কা পবিত্র কা'বা শরীফের অভ্যন্তরে হযরত আলী ( আ:) - এর জন্ম গ্রহণের ব্যাপারে সম্পূর্ণ ঐকমত্য ( اِتِّفَاق ) পোষণ করেছে ।

হাকিম নিশাপুরী আল - মুস্তাদ্রাক ( খ : ৩০ , পৃ: ৪৮৩ ) গ্রন্থে বলেছেন : মুতাওয়াতির রেওয়ায়ত সমূহে বর্ণিত হয়েছে : হযরত ফাতিমা বিনতে আসাদ ইবনে হাশিম আমীরুল মু'মিনীন হযরত আলী ( আ :)কে পবিত্র কাবা ঘরের ভিতরে প্রসব করেছিলেন ।

হাকিম নিশাপুরী থেকে আল- মুস্তাদরাক গ্রন্থে ইবনুন নাজ্জারের সূত্রে আল- হাফিয আল-কানজী আশ শাফিয়ী আল- কিফায়াহ গ্রন্থে বলেন : হাকিম বলেছেন : হযরত আলী (আ:) পবিত্র মক্কায় বাইতুল্লাহ আল - হারামের ভিতরে ১৩ রজবের রাতে ( শুক্রবার রাতে ) হাতির ঘটনার ৩০ বছর পরে জন্মগ্রহণ করেন । একমাত্র তিনি ব্যতীত আর কোন ব্যক্তি তাঁর আগে বা পরে পবিত্র কা'বা গৃহে জন্ম গ্রহণ করে নি । এটা তাঁর সম্মানার্থে এবং তাঁকে তাযীম করার উদ্দেশ্যে ।

আত্ - তুহফাতুল ইসনা আশারীয়াহ গ্রন্থের রচয়িতা আবদুল আযীয দেহলভীর পিতা শাহ ওয়ালী উল্লাহ নামে প্রসিদ্ধ আহমাদ ইবনে আব্দুর রহিম আদ্ - দেহলভী ইযালাতুল খিফা গ্রন্থে লিখেছেন : মুতাওয়াতির ( অকাট্য সূত্রে প্রতিষ্ঠিত ) হাদীসে বর্ণিত হয়েছে যে , হযরত ফাতিমা বিনতে আসাদ ( রা:) পবিত্র কা'বা গৃহের ভিতরে ১৩ রজব শুক্রবার রাতে হাতীর ঘটনার ৩০ বছর পরে হযরত আমীরুল মুমিনীন হযরত আলী ইবনে আবী তালিব ( আ : )কে প্রসব করেন । আর তিনি ( (হযরত আলী - আ : - )) ব্যতীত আর কোনো ব্যক্তি তাঁর আগে বা পরে পবিত্র কাবা ঘরের ভিতরে ভূমিষ্ঠ হয় নি ।

তাফসীর - ই রূহুল মাআনী গ্রন্থের প্রণেতা আল্লামা শিহাবুদ্দীন সাইয়েদ মাহমূদ আল্ - আলূসী আল্ - বাগদাদী আবদুল বাকী আফান্দী আল্ - উমরীর কাসীদাতুল আইনীয়াহর ব্যাখ্যা গ্রন্থ শারহুল খারীদাহ আল্ - গাইবীয়াহ - এর ১৫ পৃষ্ঠায়

أنت العلي الذی فوق العلی رفعا

ببطن مکة عند البیت إذ وضعا

অর্থাৎ " আপনি সেই আলী যিনি হয়েছেন উন্নীত সর্বোচ্চ মর্যাদার আসনে কারণ , তিনি মক্কার কেন্দ্রস্থলে বাইতুল্লাহয় ভূমিষ্ঠ হয়েছিলেন । " - এ পংক্তিটির ব্যাখ্যায় লিখেছেন :

পবিত্র কাবাঘরে হযরত আমীরের ( আলী - আ:- ) জন্ম গ্রহণের বিষয়টি বিশ্বে খ্যাতি ও প্রসিদ্ধি লাভ করেছে এবং শিয়া ও সুন্নী মাযহাবের গ্রন্থ সমূহে উল্লেখিত হয়েছে । পবিত্র কাবায় হযরত আলী ( আ: ) - এর জন্মগ্রহণ যেমন খ্যাতি লাভ করেছে ঠিক তেমনি পবিত্র কা'বায় অন্য কোনো ব্যক্তির জন্ম গ্রহণ প্রসিদ্ধ হয় নি ও খ্যাতি লাভ করে নি । বরং খানায়ে কাবায় আলী ( আ:) ব্যতীত অন্য কারো জন্ম গ্রহণের ব্যাপারে মুসলিম উম্মাহর ঐকমত্য ( ইত্তিফাক اتّفاق ) প্রতিষ্ঠিত হয় নি । যে পবিত্র স্থানটি ( অর্থাৎ পবিত্র কা'বা বা বাইতুল্লাহ ) মুমিনদের কিবলা সেখানে অর্থাৎ পবিত্র কা'বায় ইমামদের ইমাম ( ইমামুল আয়িম্মাহ ) হযরত আলীর ( আ: ) ভূমিষ্ঠ হওয়ার বিষয়টা কতই না যথার্থ ও উপযুক্ত ! মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি সকল বস্তু নিচয়কে সেগুলোর যথাস্থানে স্থাপন করেছেন এবং তিনি ( মহান আল্লাহ ) সর্বোত্তম বিচারক ও আদেশ দাতা ।

আল্লামাহ্ আলূসী উক্ত গ্রন্থের ৭৫ পৃষ্ঠায় বলেছেন : আর বলা হয়েছে : হযরত আলী ( আ :) যেহেতু পবিত্র কাবার অভ্যন্তরে ভূমিষ্ঠ হয়েছিলেন সেহেতু তিনি চাইতেন পবিত্র কাবায় স্থাপিত প্রতিমা সমূহ অপসারিত করে এ পবিত্র গৃহকে সাহায্য করতে । কারণ কতিপয় রেওয়ায়তে বর্ণিত হয়েছে যে পবিত্র কাবা তার চারপাশে মূর্ত্যি

পূজা অনুষ্ঠিত হওয়ার জন্য মহান আল্লাহর কাছে অভিযোগ করে বলত : হে রব , আর কতকাল আমার চার পাশে এ সব মূর্ত্যি ও প্রতিমা পূজিত হবে ? আর মহান আল্লাহ পাকও মূর্ত্যি পূজা থেকে পবিত্র কা'বাকে মুক্ত করার ওয়াদা ( প্রতিশ্রুতি ) দেন ।

১৩ রজব পবিত্র কা'বার অভ্যন্তরে হযরত আলী ( আ:) জন্মগ্রহণের এ মহা ঘটনা আজ মুসলিম উম্মাহর এক বিরাট অংশের কাছে বিস্মৃত প্রায় ।

আজ ১৩ রজবের এ মহা ঘটনা আমরা সবাইকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করার আহ্বান জানাব এবং এ মহা ঘটনার অন্তর্নিহিত হেকমত ( তত্ত্ব ও দর্শন ) অনুধাবন করার চেষ্টা করব ।

কাবা মুমিনদের কিবলা ও কাবার কিবলা মওলা আলী আর সে কারণেই মুমিনদের নেতা ও তৌহিদপন্থীদের মওলা আলী ।

কাবা গৃহে জন্ম গ্রহণ করলেন আলী সুবহানাল্লাহ বিশ্ব স্রষ্টার গৃহে জন্মগ্রহণ কতই না যথার্থ ও সংগত ঐ নবজাতকের জন্য যিনি ইমামদের ইমাম ও মুমিনদের সর্বাধিনায়ক !

তাঁর শুভাগমণে কাবা হর্ষোৎফুল্ল ও প্রফুল্ল প্রতিমা বিগ্রহের পূজা - অর্চনায় ক্রন্দসী কাবার মুখে আজ ফুটেছে হাঁসি এসে গেছেন মহান স্রষ্টার পক্ষ থেকে কাবার ত্রাণকর্তা যিনি নবীদের নেতা মুহাম্মাদ মুস্তাফার প্রতিনিধি , ওয়াসী উত্তরাধিকারী করলেন নূরনবীর ফরমানে মূর্তিসমূহ ধ্বংস কাবাকে করলেন প্রতিমা মুক্ত তাই কাবা সর্বদা কৃতজ্ঞ আছে মুস্তাফা ও মুর্তাযার কাছে ।

আর এ কারণেই কাবার মওলূদের ( নবজাতক ) মীলাদ ( জন্ম ) চির স্মরণীয় অবিস্মরণীয় ।

১৩ রজব মীলাদে মুর্তাযা আলী মুবারক মুবারক ।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .